Text size A A A
Color C C C C
পাতা

প্রকল্প

 

  

 

০১.

জাতীয় শিশু টাসফোর্স (NCTF):

 

শিশু একাডেমীর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসুচির মাধ্যমে কিশোর ও তরুণ  সদস্যবৃন্দ নিম্নোক্ত কার্যক্রম সম্পাদন  করে থাকে।

 

(ক)

শিশু অধিকার পরিস্থিতি  মনিটরিং

 

(খ)

শিশু অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ

 

(গ)

শিশু অধিকার সনদ কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা মনিটরিং

 

(ঘ)

HIV/এইডস ও মাদক প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম এবং

 

(ঙ)

ঝুকিপূর্ণ শিশুশ্রম শিশু পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ।

০৩.

 আরলি লারনিং ফর  ফর চাইল্ড ডেভেলপমেন্ট প্রকল্প :

 

এ প্রকল্পের আওতায় পরিচালিত কার্যক্রমগুলো হলো-

 

(ক)

যেখানে শিক্ষার সুবিধা পৌঁছেনি সেকল জায়গায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা কার্য ক্রম পরিচালনা

 

(খ)

সিলেট জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, ফেন্সুগঞ্জ ও সিলেট সদর উপজেলায় বর্তমানে এ কার্যক্রম চালু আছে

                 (গ)         শিশু একাডেমীর তত্তাবধানে এবং ইউনিসেফের অর্থায়নে সিলেটে ৬৪টি সেন্টার চলছে ব্র্যাকের ব্যাবস্থাপনায়